সৌদি আরব ও পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বলে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কয়েক দশক ধরে চলমান নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এই পদক্ষেপ।

বুধবার প্রকাশিত সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরব বা পাকিস্তানের উপর যেকোনো আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা যৌথ নিরাপত্তা জোটকে আরও গভীর করবে।