ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন রাগাসা ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বর্তমানে দক্ষিণ চীনের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত হয়েছে।
ফিলিপাইনের উত্তরাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এ পর্যন্ত কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থান করা হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
মঙ্গলবার টাইফুনের প্রভাবে হংকং, ম্যাকাওসহ দক্ষিণ চীনের বেশ কয়েকটি শহর স্থবির হয়ে পড়েছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন ব্যবস্থা আংশিকভাবে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, টাইফুন রাগাসার গতিবেগ ও শক্তি ২০২৫ সালের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের ঘূর্ণিঝড়ের মাত্রা ও ঘনত্ব বাড়ছে বলেও সতর্ক করেছেন তারা।