শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ছিল বহুল আলোচিত বিষয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময়ও সরকারি বাহিনী এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা নজিরবিহীন হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।
মানবতাবিরোধী এসব অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ কারণে ট্রাইব্যুনালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে স্পর্শকাতরও বটে। সম্প্রতি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এমন কিছু মন্তব্য করেছেন, যাতে চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।