সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Wednesday, October 8, 2025

ব্রেকিং নিউজ

মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫

ঢাকা (২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.): নিজস্ব প্রতিবেদক

আজ ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু ভারত ও শ্রীলঙ্কায় ম্যাচ দিয়ে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়েছে ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। আট দলের এই আসরটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। সাত বার শিরোপা জয়ী অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা রক্ষার মিশনে নামছে।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, এরপর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে ভারত-পাকিস্তান চুক্তির ভিত্তিতে।

মোট পাঁচটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে—ভারতে নবি মুম্বাই, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর; আর শ্রীলঙ্কায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার।

প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর সেরা চার দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর। ফাইনাল হবে ২ নভেম্বর। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি হল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।

প্রস্তুতি ম্যাচে কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন। নিউজিল্যান্ডের ইজি গেজ ১০১*, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ১২০, বাংলাদেশের শারমিন আখতার ৭১ এবং অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ৭১ রান করে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখান। এক প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ১৫৩ রানে ভারতকে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে প্রতিযোগিতার শুরুতেই।

এবারই শেষবারের মতো আট দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ২০২৯ থেকে নারী বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

আল-কুদস ব্রিগেডের ঘোষণা: যুদ্ধ শেষ না হলে বন্দিদের মুক্তি নয়

ফিলিস্তিনি ইসলামী জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে...

হামাসের যুদ্ধবিরতি আলোচনায় প্রধান শর্তগুলো ঘোষণা

মিসরে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের মূল দাবি ও অবস্থান...

কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং গবেষণার জন্য নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী: কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং...

ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫: আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্ত ইংল্যান্ড

ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর অষ্টম ম্যাচে বাংলাদেশ এবং...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img