থাইল্যান্ডে এক ৬৫ বছর বয়সী নারীকে কফিনসহ মন্দিরে আনা হয়েছিল দাহ করার জন্য। কিন্তু কফিনের ভেতর থেকে হঠাৎ হালকা নড়াচড়া ও ঠকঠক শব্দ শুনে সবাই বিস্মিত হয়ে যান।
রাজধানী ব্যাংককের উপকণ্ঠ ননথাবুরি প্রদেশের ওয়াট রাত প্রাখং থাম মন্দিরের কর্মীরা জানান, নারীর ভাই তাকে ফিত্সানুলক প্রদেশ থেকে কফিনে করে নিয়ে আসেন। দুই দিন আগে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দেন বলে তার ভাই ধারণা করেছিলেন এবং অঙ্গদান করার ইচ্ছা অনুযায়ী ব্যাংককের একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
হাসপাতালে মৃত্যু সনদ না থাকায় অঙ্গ গ্রহণ করা সম্ভব হয়নি। পরে মন্দিরে বিনামূল্যে দাহ সেবার জন্য আনা হলে মন্দির কর্তৃপক্ষও সনদ না থাকায় দাহ করতে রাজি হয়নি। এ সময়ই কফিনের ভেতর থেকে শব্দ আসে।
কফিন খুলে দেখা যায়, নারীটি চোখ মেলে তাকাচ্ছেন এবং দুর্বলভাবে নড়াচড়া করছেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
মন্দিরের ব্যবস্থাপক পাইরাত সুদথুপ জানান, নারীর চিকিৎসা ব্যয় মন্দিরই বহন করবে।



