২০২৬ সালের শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির মিলান ও কর্টিনা ডি’আম্পেজোতে। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই আসর শুরু হবে ৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০২৬। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ ফেব্রুয়ারি, তবে এর আগেই কার্লিং, নারী আইস হকি ও স্নোবোর্ডিংয়ের মতো কয়েকটি ইভেন্ট শুরু হয়ে যাবে।
ইতালি তৃতীয়বারের মতো শীতকালীন অলিম্পিক আয়োজন করছে। এর আগে দেশটি ১৯৫৬ সালে কর্টিনা ডি’আম্পেজো এবং ২০০৬ সালে তুরিনে এই আসরের স্বাগতিক ছিল। এবারের অলিম্পিকে ১৬টি খেলায় মোট ১১৬টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের সেরা ক্রীড়াবিদরা বরফ, তুষার ও ট্র্যাকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়াই করবেন।
এই অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে স্কি মাউন্টেনিয়ারিং, যেখানে প্রতিযোগীদের উঁচুতে ওঠা ও নিচে নামার স্কিইং দক্ষতা একসঙ্গে প্রদর্শন করতে হবে।
সব মিলিয়ে, মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং ইতালির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আধুনিক আয়োজনের এক বৈশ্বিক প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।



