ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সংস্থাগুলো “কাজ করা বন্ধ করে দিয়েছে” এবং গাজায় চলমান যুদ্ধের শিকারদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর লুলা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা কে মেনে নিতে পারে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো আর কাজ করছে না।”
লুলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পরোক্ষভাবে সমালোচনা করে বলেন, “একজন নেতার জন্য মাথা উঁচু করে চলা নোবেল পুরস্কার পাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”
ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন, যেখানে তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং রবিবার থাইল্যান্ড-কাম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
একসময় উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকলেও এখন ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় এবং পরে ৬ অক্টোবর ফোনে কথা বলে আসিয়ান সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।



