বায়ুমণ্ডলে CO₂ বৃদ্ধির রেকর্ড: জাতিসংঘের উদ্বেগ।
২০২৪ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড (CO₂) বৃদ্ধির হার ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানায়, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনাঞ্চলে অগ্নিকাণ্ড এবং ভূমি ও সাগরের প্রাকৃতিক শোষণ ক্ষমতা হ্রাসের কারণে এই রেকর্ড বৃদ্ধি ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে CO₂ মাত্রার বৃদ্ধি ১৯৫৭ সালে রেকর্ড শুরু হওয়ার পর সর্বোচ্চ। এছাড়াও, গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে মিথেন ও নাইট্রাস অক্সাইডের মাত্রাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
জাতিসংঘ সতর্ক করেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে জলবায়ু পরিবর্তনের “বিপজ্জনক প্রতিক্রিয়া চক্র” পৃথিবীকে মারাত্মক বিপদ সীমা অতিক্রমের পথে ঠেলে দিতে পারে।
আগামী নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন (COP30)-এর আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। ২০২৪ সাল ছিল ইতিহাসের উষ্ণতম বছর।



