তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পরিবেশ ও নগরায়নমন্ত্রী মুরাত কুরুম।
মন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে শতাধিক দ্বিপাক্ষিক বৈঠক, বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা ও দীর্ঘ আলোচনার পর তুরস্ক এই দায়িত্ব পেয়েছে। COP31 আয়োজনে তুরস্ক এখন একটি “ঐতিহাসিক দায়িত্ব” পালন করতে যাচ্ছে।
অস্ট্রেলিয়াও এই আয়োজক হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অস্ট্রেলিয়ার সাথে এক বছরের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায় তুরস্ক।
কুরুম জানান, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২০৫৩ সালের মধ্যে নেট-জিরো লক্ষ্য অর্জন এবং সবুজ রূপান্তরকে এগিয়ে নেওয়াই তাদের প্রধান অঙ্গীকার।
COP31 সম্মেলনটি আন্টালিয়া শহরে অনুষ্ঠিত হবে এবং নেতাদের শীর্ষ সম্মেলন ইস্তাম্বুলে আয়োজন করা হবে।



