নিজস্ব প্রতিবেদক
তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স বহরে ২২৫টি বোয়িং বিমান যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই ঘোষণা এসেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরদিন।
শুক্রবার ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে সংস্থাটি জানায়, তারা ৭৫টি বোয়িং B787-9 এবং B787-10 কেনার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো ২০২৯ থেকে ২০৩৪ সালের মধ্যে সরবরাহ করা হবে। আন্তর্জাতিক ভ্রমণের জন্য তৈরি এই জ্বালানি-সাশ্রয়ী দীর্ঘ দূরত্বের বিমানগুলোর ইঞ্জিন ও রক্ষণাবেক্ষণ নিয়ে রোলস-রয়েস এবং জিই অ্যারোস্পেস-এর সঙ্গে আলোচনা চলছে।
এছাড়া, টার্কিশ এয়ারলাইন্স জানায় যে তারা ১৫০টি বোয়িং 737-8/10 ম্যাক্স বিমানের জন্য বোয়িংয়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে। ইঞ্জিন সরবরাহকারী সিএফএম ইন্টারন্যাশনাল-এর সঙ্গে আলোচনার পর এ অর্ডার কার্যকর হবে।
এটি টার্কিশ এয়ারলাইন্সের ইতিহাসে অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণ, যা তাদের বৈশ্বিক বিমান শিল্পে অবস্থান আরও শক্তিশালী করবে।