তুরস্ক গাজায় ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ইস্তাম্বুল প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন, এবং ইসরায়েল গাজায় চিকিৎসা সরঞ্জাম ধ্বংস ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করেছে। এছাড়া তুরস্ক নির্মিত “তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল” বোমা হামলার ঘটনাও উল্লেখ করা হয়।
ইসরায়েল এই পদক্ষেপকে “জনসংযোগের কৌশল” বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস তুরস্কের এই সিদ্ধান্তকে “ন্যায় ও মানবতার প্রতিফলন” হিসেবে স্বাগত জানিয়েছে।
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল।
ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৮,৮৭৫ ফিলিস্তিনি নিহত ও ১,৭০,৬৭৯ জন আহত হয়েছে।



