জর্জিয়ার সিগনাঘি অঞ্চলে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
C-130 মডেলের এই সামরিক পরিবহন বিমানটি আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়নের পরই জর্জিয়ার আকাশসীমায় প্রবেশ করে রাডার থেকে নিখোঁজ হয়। বিমানটি কোনো বিপদ সংকেত পাঠানোর আগেই দুর্ঘটনায় পড়ে বলে জর্জিয়ার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, এবং তুরস্ক ও জর্জিয়া যৌথভাবে তদন্ত শুরু করেছে। এটি ২০২০ সালের পর তুরস্কের সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করেছেন। আজারবাইজান ও জর্জিয়ার নেতারা এবং ন্যাটো মহাসচিবও শোকবার্তা পাঠিয়েছেন।
C-130 হারকিউলিস বিমানটি যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত, যা বিশ্বব্যাপী সামরিক পরিবহনে ব্যবহৃত হয়।



