ইসরায়েলি সেনারা গাজা চুক্তির অধীনে নির্ধারিত সীমার পেছনে অবস্থান নিতে শুরু করেছে। এর ফলে দক্ষিণাঞ্চল থেকে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার উত্তর গাজায় ফেরার পথে রয়েছে বলে জানিয়েছেন মাটিতে থাকা সংবাদকর্মীরা।
এর আগে ইসরায়েল সরকার হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি অনুমোদন করে। এই ধাপে বন্দি বিনিময় এবং গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই চুক্তি স্থায়ী শান্তির দিকে কতটা অগ্রগতি আনবে, তা এখনো স্পষ্ট নয়।
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মাধ্যমে “গাজার যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।”
ইসরায়েলি সরকারের অনুমোদনের পর শুক্রবার ভোরে নিশ্চিত করা হয় যে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় লড়াই বন্ধ হবে। অন্যদিকে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্ত করার সময়সীমা দেওয়া হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৭,১৯৪ জনকে হত্যা করেছে এবং ১,৬৯,৮৯০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের দেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।



