সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Wednesday, November 26, 2025

ব্রেকিং নিউজ

এবারে নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে সাম্প্রদায়িকতা ও ধর্মের ব্যবহার।

এবারে নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে সাম্প্রদায়িকতা ও ধর্মের ব্যবহার।

১.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য প্রযুক্তি বিশেষত এ আই এর ব্যবহারের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, অপ তথ্য ছড়ানো ও তার মোকাবেলা কে অন্যতম সমস্যা হিসেবে অনেকে চিহ্নিত করছেন।
এটি ঠিক ।
এই চ্যালেঞ্জ অবশ্যই মোকাবেলা করতে হবে।

কিন্তু ইতিমধ্যে এবারে নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে সাম্প্রদায়িকতা ও ধর্মের ব্যবহার। যা চলছে অবাধে।
এটি মোকাবেলা করা অন্যতম কাজ।

২.
নির্বাচনে ভোটে দাঁড়ানো ও ভোট দেওয়ার সম অধিকার নিশ্চিত করা অন্যতম কাজ।
এরমধ্যে ভোটে দাঁড়ানোর সম অধিকারের আলোচনা সামনে আসে না।
এবারে নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে এবং আইনি খরচের পরিমাণ বাড়ানো হয়েছে।
টাকা ছাড়া ভোটে দাঁড়ানোর কথা চিন্তা করাই যায় না।
টাকা নেই এমন ভালো, যোগ্য মানুষ নির্বাচন করবেন কি ভাবে ?

৩.
নির্বাচন বিধিমালার কথা বলা হয় । এর মধ্যে অন্যতম হলো নির্বাচনী আচরণবিধি। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষিত হওয়ার পর এ বিষয়ে কিছুটা হয়তো দেখার চেষ্টা করে। কিন্তু এখনই চারিদিকে তাকিয়ে দেখুন আচরণবিধি বলে কোন জিনিস নাই। যার যার মত প্রচার ও প্রপাগান্ডা যে ভাবে করছে তা কোনোভাবেই আচরণবিধির সাথে যায় না।

আমরা অনেকদিন ধরে বলে আসছি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না এটি নির্বাচন কমিশন কে দেখতে হবে বছরের ৩৬৫ দিন ধরে। কিন্তু কে শোনে কার কথা।

৪.
সাধারণভাবে বোঝার জন্য আমরা বলি নির্বাচনকে কতকগুলো শত্রুর হাত থেকে মুক্ত করতে হবে।
তার মধ্যে একটি হল টাকার খেলা, দ্বিতীয়টি হল পেশি শক্তি, তৃতীয় হল সাম্প্রদায়িকতার ব্যবহার, চতুর্থ হলো ভয়ের রাজত্ব ও পঞ্চমত প্রশাসনিক কারসাজি।
সিরিয়াল যেকোনোভাবে বিবেচনা করতে পারেন।
কিন্তু এসব শত্রুর হাত থেকে মুক্ত করা ছাড়া নির্বাচনকে অবাধ গ্রহণযোগ্য ও সুষ্ঠু করা যাবে না।
এছাড়া নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে।

নির্বাচন কমিশন ও সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি ভূমিকা রাখছে ???

— রুহিন হোসেন প্রিন্স
খুলনা।২৬ নভেম্বর ২০২৬ ।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

পুতিনের কিরগিজস্তান সফর: যৌথ বিবৃতিসহ সাতটি চুক্তি স্বাক্ষর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিরগিজস্তান রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে...

অভ্যুত্থান চেষ্টার দায়ে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরু

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের...

ফাঁস হওয়া ফোনালাপের পর রাশিয়া পাল্টা আঘাত হানলো; ট্রাম্পের মন্তব্য, মস্কো ‘ছাড় দিচ্ছে

ইউক্রেন যুদ্ধ: শান্তি আলোচনা ঘিরে নতুন টানাপোড়েন, পাল্টা অবস্থানে...

১২ হাজার বছর পর ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ১২ হাজার বছর ধরে নিস্ক্রিয় থাকা হাইলি...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img