লুভ্রে (Louvre) জাদুঘরে চুরির ঘটনা, একদিনের জন্য বন্ধ বিশ্বের বিখ্যাত এই জাদুঘর।
ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি (Rachida Dati) এক্স-এ এক পোস্টে লেখেন, “আজ সকালে লুভ্রে জাদুঘর খোলার সময় একটি ডাকাতির ঘটনা ঘটেছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে তিনি উপস্থিত আছেন এবং তদন্ত চলছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, “বিশেষ কারণে আজ জাদুঘরটি বন্ধ রাখা হয়েছে।” যদিও তারা কী চুরি হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
প্যারিসের ঐতিহাসিক লুভ্রে জাদুঘরে রবিবার সকালে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাদুঘরটি পুরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।
প্যারিস পুলিশ জানায়, এক বা একাধিক চোর জাদুঘরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। তবে কোন শিল্পকর্ম বা বস্তু চুরি হয়েছে সে বিষয়ে এখনো তারা বিস্তারিত জানায়নি।
ফরাসি দৈনিক লে প্যারিজিয়াঁ (Le Parisien)-এর প্রতিবেদন অনুযায়ী, চোরেরা সেন নদীর দিকের ফাসাদ দিয়ে ভবনে প্রবেশ করে, যেখানে বর্তমানে নির্মাণকাজ চলছে। তারা একটি পণ্যবাহী লিফট (freight elevator) ব্যবহার করে সরাসরি অ্যাপোলো গ্যালারির নির্দিষ্ট কক্ষে প্রবেশ করে।
সেখানে জানালার কাঁচ ভেঙে তারা নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গহনার সংগ্রহ থেকে নয়টি মূল্যবান টুকরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।
প্যারিস পুলিশ ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত শুরু করেছে।
লুভ্রে জাদুঘর, যেখানে বিশ্বের বিখ্যাত মোনালিসা চিত্রকর্মসহ অগণিত ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত রয়েছে, সেখানে এই চুরির ঘটনা ফ্রান্সজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।



