ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA–র সদর দপ্তরে অভিযান চালিয়েছে। সোমবার ভোরে পুলিশ ও পৌর কর্মকর্তারা একযোগে ভবনটিতে জোরপূর্বক প্রবেশ করে আসবাবপত্র, তথ্যপ্রযুক্তি সরঞ্জামসহ বিভিন্ন সম্পদ জব্দ করে। এসময় জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা উত্তোলন করা হয়।
UNRWA–র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযান চলাকালে পুলিশ মোটরসাইকেল, ট্রাক ও ফর্কলিফট ব্যবহার করে এবং ভবনের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
২০২৪ সালে অগ্নিসংযোগ, বিক্ষোভ ও ভয়ভীতি প্রদর্শনসহ মাসব্যাপী হয়রানির পর ইসরায়েল চলতি বছরের শুরুতে সংস্থাটিকে তার সব কার্যালয় খালি করতে নির্দেশ দিয়েছিল। ইসরায়েল অভিযোগ তোলে যে UNRWA–র কিছু কর্মী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে যুক্ত ছিল; তবে পরে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) এসব অভিযোগকে অপ্রমাণিত বলে জানায়।
অভিযানের তীব্র নিন্দা জানিয়ে লাজারিনি বলেন, “জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দায়িত্ব UN ভবনসমূহের অখণ্ডতা রক্ষা করা। অভ্যন্তরীণভাবে যাই করা হোক, ভবনটির UN মর্যাদা অপরিবর্তিত থাকে।”
গাজা ও পশ্চিম তীরে সবচেয়ে বড় মানবিক সংস্থা হিসেবে UNRWA–র কার্যক্রম সীমিত হওয়ায় ত্রাণ বিতরণ আরও বাধাগ্রস্ত হয়েছে, যখন গাজার জনগণ খাদ্য, আশ্রয় ও চিকিৎসার চরম সংকটে রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭০,৩৬৫ জন নিহত এবং ১,৭১,০৫৮ জন আহত হয়েছে।



