নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যাংক লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো.আক্তার হোসেন।
দুদক সূত্রে জানা যায়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার সহধর্মিণী আঞ্জুমান আর শহিদ ও পুত্র সন্তান চৌধুরী রাহিব স্বাফওয়ান পরস্পর যোগসাজশে পদ্মা ব্যাংকের ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশনা জারি করেছেন আদালত।
অনুসন্ধানকারীর পক্ষ থেকে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা হতে পারমিশনের মুখে অভিযোগ সংশ্লিষ্ট জনাব চৌধুরী নাফিজ সারাফত এর নামে দেশের বিভিন্ন স্থানে থাকা নিম্নবর্ণিত স্থাবর সম্পদসমূহ ক্রোক (Attachment) এর আদেশ প্রদান করা হয়েছে।
দুদক সূত্রে আরও জানা যায়, চৌধুরী নাফিজ সরাফাত-এর ক্রোককৃত স্থাবর সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও তদারকি করার জন্য দুর্নীতি দমন কমিশন হতে বিজ্ঞ আদালত বরাবর রিসিভার তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করা হয়েছে ।



