পপ তারকা টেলর সুইফট শুক্রবার প্রকাশ করলেন তাঁর ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। ঝলমলে পপ-ধারায় ফেরা এই অ্যালবামে আবারও তাঁর সঙ্গে আছেন সুইডিশ প্রযোজক ম্যাক্স মার্টিন ও শেলব্যাক।
অ্যালবামের ১২টি গান ভালোবাসা, সাফল্য ও আত্মমুক্তির গল্পে ভরা। ৩৫ বছর বয়সী সুইফট বর্তমানে এনএফএল সুপার বোল চ্যাম্পিয়ন ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদত্তা।
স্পটিফাইতে এটি ইতিমধ্যেই ইতিহাসের সবচেয়ে বেশি প্রি-সেভড অ্যালবাম হয়েছে, সুইফটের আগের রেকর্ড ভেঙে। মুক্তির সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ থিয়েটার ইভেন্ট, যেখানে ভক্তরা নতুন মিউজিক ভিডিওও দেখতে পাচ্ছেন।
পপের ঝলমলে নতুন এই অধ্যায়কে সুইফট বর্ণনা করেছেন “সবচেয়ে আনন্দময় ও নাটকীয় সময়ের প্রতিচ্ছবি” হিসেবে।