দুবাই, ২৮ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এবং উত্তেজনাপূর্ণ মহারণের মঞ্চ প্রস্তুত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ, রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের এই ঐতিহাসিক লড়াই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই হাই-ভোল্টেজ ফাইনাল।
ভারতের অপ্রতিরোধ্য যাত্রা, পাকিস্তানের ঘুরে দাঁড়ানো
টি-টোয়েন্টি ফরম্যাটের ১৭তম এশিয়া কাপে এখন পর্যন্ত দুই দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, তবে ভারত ছিল অপ্রতিরোধ্য।
ভারত: সুরিয়াকুমার যাদবের নেতৃত্বে ভারত টুর্নামেন্টে নিজেদের ছয়টি ম্যাচেই জয়লাভ করে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব এবং সুপার ফোর, উভয় ক্ষেত্রেই তারা পাকিস্তানকে পরাজিত করেছে। বিশেষ করে, অভিষেক শর্মা (৩০০+ রান) এবং কুলদীপ যাদবের (১৩ উইকেট) দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে ফেভারিটের আসনে বসিয়েছে।
পাকিস্তান: টুর্নামেন্টের শুরুতে ভারতের কাছে পরপর দুইবার হারলেও, সালমান আঘা’র পাকিস্তান দল শেষ ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। গতি তারকা শাহীন শাহ আফ্রিদি (৩/১৭) এবং হারিস রউফ (৩/৩৩) সুপার ফোর-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৪ দশকের অপেক্ষার অবসান
এশিয়া কাপের যাত্রা শুরু হওয়ার পর থেকে এত বছরেও কখনও এই দুই দল ফাইনালের মঞ্চে পরস্পরের বিপক্ষে খেলেনি। এই প্রথমবার দুই পরাশক্তি এশীয় শ্রেষ্ঠত্বের জন্য সরাসরি লড়াই করবে, যা বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট ভক্তের কাছে এক স্বপ্নের ম্যাচ।