রাশিয়া তাদের পারমাণবিকচালিত বুরেভেস্তনিক (Burevestnik) ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে, যা মস্কোর দাবি অনুযায়ী যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। রবিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্রটি এখন মোতায়েনের পথে অগ্রসর হচ্ছে।
রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, ৯এম৭৩০ বুরেভেস্তনিক, যা ন্যাটোর কোডনামে “SSC-X-9 Skyfall” নামে পরিচিত, ১৪ হাজার কিলোমিটার উড়ে প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল। এটি একটি পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার গতি ও পথ এতটাই অননুমেয় যে বর্তমান বা ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে আটকাতে পারবে না বলে দাবি রাশিয়ার।
ক্যামোফ্লাজ পোশাক পরা অবস্থায় সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, “এটি এমন এক অস্ত্র যা সারা বিশ্বে অন্য কোনো দেশের নেই।” তিনি আরও জানান, একসময় বিশেষজ্ঞরা ভেবেছিলেন এই প্রযুক্তি বাস্তবায়ন অসম্ভব, কিন্তু এখন এর গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই পরীক্ষার সময় ও প্রেক্ষাপট—বিশেষ করে ইউক্রেন যুদ্ধ পরিচালনাকারী জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিনের ঘোষণা—পশ্চিমা দেশগুলোর প্রতি এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি কঠোর অবস্থান নিচ্ছেন এবং ইউক্রেন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন; সেই প্রেক্ষাপটে এই ঘোষণা কূটনৈতিক ও সামরিক উভয় অর্থেই তাৎপর্যপূর্ণ।
গেরাসিমভ বলেন, এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে পারমাণবিক শক্তিতে চালিত ছিল, যা এর সীমাহীন পাল্লার সক্ষমতা নিশ্চিত করে। তিনি দাবি করেন, এটি যেকোনো অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারবে।
এর আগে গত সপ্তাহে পুতিন স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া তত্ত্বাবধান করেন। ওই মহড়ায় ইয়ার্স ও সিনেভা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং খ-১০২ ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা হয়।
পুতিন বলেন, “আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে আধুনিক ও শক্তিশালী।”
এদিকে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গেরাসিমভ জানান, দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক এলাকায় রুশ বাহিনী বড় সংখ্যক ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলেছে এবং খারকিভ, দ্নিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝিয়ার দিকেও অগ্রসর হচ্ছে।



