ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫: দেশের ফুটবলের লাল-সবুজ জার্সি গায়ে চড়াতে সুদূর কানাডা থেকে ৪৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষ করে অবশেষে ঢাকায় পৌঁছলেন প্রবাসী ফুটবলার শমিত সোম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক ঘটানোর প্রবল আগ্রহ নিয়েই তিনি এই লম্বা জার্নি করেছেন।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন এই মিডফিল্ডার
কানাডিয়ান প্রিমিয়ার লিগ (CPL)-এর ক্লাব ক্যাভালরি এফসি-র হয়ে খেলা এই মিডফিল্ডার, যার বাবা-মা সিলেটের বাসিন্দা, তিনি গত [নির্দিষ্ট তারিখ] সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF)-এর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও দেশে পৌঁছে শমিত সোম ছিলেন উচ্ছ্বসিত। তিনি গণমাধ্যমকে জানান, “আমি খুবই রোমাঞ্চিত। জাতীয় দলের সতীর্থদের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলের প্রতি ভক্তদের যে আবেগ, তা তাঁকে মুগ্ধ করেছে এবং জাতীয় দলের হয়ে খেলা তাঁর জন্য এক বিশাল চ্যালেঞ্জ ও সুযোগ।