ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫: নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সাল জুড়ে সুদের হার কমবে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা। মঙ্গলবার রাষ্ট্রীয় দুমায় তিনি বলেন, “জুন থেকে আমরা মূল সুদের হার ৪.৫ শতাংশ কমিয়েছি, এবং এই হার কমানোর ধারা আগামী বছরজুড়েই চলবে।”
বর্তমানে রাশিয়ার মূল সুদের হার ১৬.৫ শতাংশ, যা জুন থেকে টানা চার দফা কমানো হয়েছে। তবে নাবিউলিনা সতর্ক করেছেন, তাড়াহুড়ো করে সুদ কমালে মুদ্রাস্ফীতি আবার বেড়ে যেতে পারে।
তিনি জানান, আগামী বছর মুদ্রাস্ফীতি ৫ শতাংশ পর্যন্ত থাকতে পারে, তবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তা ৪ শতাংশ লক্ষ্যমাত্রায় নামবে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে গড় সুদের হার ১৩–১৫ শতাংশের মধ্যে থাকতে পারে।
নাবিউলিনা বলেন, রাশিয়ার অর্থনীতি এখন “অতিরিক্ত চাহিদা থেকে নিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসছে”, তবে সীমিত উৎপাদন সক্ষমতা প্রবৃদ্ধির প্রধান বাধা হয়ে আছে। তিনি আরও জানান, নতুন ভ্যাট হার মুদ্রাস্ফীতিতে অতিরিক্ত ০.৮ শতাংশ পর্যন্ত যোগ করতে পারে, কিন্তু এটি বাজেটের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়।



