ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) রাশিয়া ও বেলারুশের আংশিক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে আইপিসির সাধারণ সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোটে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে দুই দেশ পূর্ণ অধিকার ও সুবিধাসহ আইপিসির সদস্যপদ ফিরে পেয়েছে। এর ফলে আগামী বছর ইতালিতে অনুষ্ঠিতব্য মিলান-কর্টিনা শীতকালীন প্যারালিম্পিকের আগে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে জটিলতা তৈরি হতে পারে।
আইপিসি জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের জাতীয় কমিটিগুলোকে যত দ্রুত সম্ভব কার্যকরভাবে পুনঃস্থাপন করা হবে। রাশিয়ান প্যারালিম্পিক কমিটি সিদ্ধান্তটিকে “ন্যায্য” বলে আখ্যা দিয়েছে।
তবে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই দুই দেশ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে নিষিদ্ধ ছিল।