দেশের প্রখ্যাত আলেম, প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম কাসেমী (মতিন নূরুল ইসলাম) হুজুরের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি গুজব। হুজুরের পরিবার এবং তাঁর ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তিনি বর্তমানে সুস্থ আছেন।
গুজব ও বিভ্রান্তি
আজ মঙ্গলবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই মাওলানা নূরুল ইসলাম কাসেমীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। অনেক অনুসারী না জেনে শোক প্রকাশ করে পোস্ট দিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করে।
প্রকৃত সত্য
হুজুরের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন, মৃত্যু সংবাদটি একটি অপপ্রচার। আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে ভালো আছেন। অসুস্থতা জনিত কারণে তিনি বিশ্রামে থাকলেও সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর খবরটি সঠিক নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে এসব বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার এবং কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।
সুস্থতার জন্য দোয়া
মাওলানা নূরুল ইসলাম কাসেমীর অগণিত ছাত্র, ভক্ত ও অনুসারীরা তাঁর দীর্ঘায়ু ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, হুজুর খুব দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দ্বীনি মাহফিলের ময়দানে ফিরে আসবেন এবং ইসলামের সঠিক পথের দিশা দেবেন।
উল্লেখ্য, মাওলানা নূরুল ইসলাম কাসেমী দীর্ঘদিন ধরে তাঁর সুমিষ্ট কণ্ঠ ও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দেশে-বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।



