সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Thursday, October 9, 2025

ব্রেকিং নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিষ্ঠালগ্ন হতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং সেবামূলক কাজ করে যাচ্ছে।

২। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা পূজার প্রধান বৈশিষ্ট্য। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র‍্যাব।

৩। দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে সর্বমোট ৩৩,৩৫৫ টি পূজামন্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ০৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

৪। ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে দুর্গাপূজাকে কেন্দ্র যে কোন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন রয়েছে। এছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্য়য়ের মাধ্যমে কাজ করছে। র‍্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। দেশের সর্বসাধারণের কাছে আহবান, দুর্গা পূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে র‍্যাব ফোর্সেসকে অবহিত করুন। এছাড়াও দুর্গা পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

৫। পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও উৎসাহ উদ্দীপনার সাথে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে এবং সকলেই উৎসব মুখরভাবে পূজা উদ্যাপন করবে। র‍্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত ভাবে দায়িত্ব পালন করবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান

ঢাকা, ৮ই অক্টোবর ২০২৫ :বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা (০৮ অক্টোবর, ২০২৫ খ্রি.):স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ...

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালট এ গোপনীয়তা অটুট থাকবে—ফয়েজ আহমদ তৈয়্যব।

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে...

ধাতব–জৈব কাঠামো উদ্ভাবনের জন্যরসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার: ধাতব–জৈব কাঠামো উদ্ভাবনের জন্য...

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ মসৃণ করতে প্রফেসর ইউনূসের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সভা

আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বল্পোন্নত...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img