১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ, মাদক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে।
২। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কাওরান বাজার, র্যাব মিডিয়া সেন্টারে মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা চলমান রয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা কারছি। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারাদেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে যা আগামী ০৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে সর্বমোট ২৮১ টহল দল নিয়োজিত আছে। র্যাব ফোর্সেস এর কর্মকর্তাবৃন্দ ধারাবাহিকভাবে এই পূজামন্ডপ সমূহ পরিদর্শন করেছেন। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব ফোর্সেস সর্বদা প্রস্তুত রয়েছে।
৩। দেশের অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাব ফোর্সেসও দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে র্যাবের উল্লেখ্যযোগ্য সাফল্য সমূহ মহাপরিচালক মহোদয় সবার সামনে তুলে ধরেনঃ
ক। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র্যাবের বিশেষ অভিযানে ডিএমপির হাজারীবাগ থানাধীন বারৈখালী এলাকা হতে ০২ জন আসামিকে গ্রেফতার সহ ১টি শর্টগান, ২টি বিদেশী পিস্তল, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২০টি খালি খোসা এবং ০২ টি ওয়াকিটকি সহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একজনের বিরুদ্ধে কাফরুল এবং খুলনা সদর থানায় ২টি মাদক মামলা রয়েছে।
খ। গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ৫ জনকে রাজধানীর উত্তরা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়াও গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজশাহীর গোদাগাড়ীর অপহৃত ৭ম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। এছাড়াও কক্সবাজারের টেকনাফে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ অভিযানে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ। গত ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স›দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আশরাফকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়াও গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
৪। এছাড়াও জানুয়ারি ২০২৫ হতে সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধে প্রায় ১৩ হাজার ১০০ জন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব।
৫। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আশার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে মহাপরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।