১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
২। ঘটনার বিবরণে জানা যায় যে, সিলেট জেলার জকিগঞ্জ থানার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী গত ২৬/০৭/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিমের এবং তার বন্ধুর ছবি তুলে। বিবাদীরা উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে। ভিকটিম তাতে রাজি না হলে বিবাদীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে বিবাদীরা তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে বা পুলিশকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়। উক্ত বিষয়টি ভিকটিম ভয়ে কাউকে জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার জকিগঞ্জ থানায় ০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় সিলেটসহ সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
¬¬¬¬¬¬¬¬
৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল গত ০২ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২.২৫ ঘটিকার সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার জকিগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ- ৩০/০৭/২০২৫ ইং, ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর মূলে সিলেটের জকিগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- ইমরান আহমদ (৩০), পিতা- খছরুজ্জামান, সাং- নিদনপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
উল্লেখ্য যে, উক্ত মামলার এজাহারনামীয় ০৩নং আসামি শাকের আহমদকে গত ২০/০৮/২০২৫ ইং তারিখে র্যাব-৯ গ্রেফতার করেছিল।
৪। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



