সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, November 23, 2025

ব্রেকিং নিউজ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ‘ধনেশ্বর’ আটক।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকায় অবস্থানকালে গত ২২/১১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০.০৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুরস্থ সুরমা চা-বাগান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২০.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি সু-কৌশলে পালানোর চেষ্টাকালে ০১জনকে ধৃত করা হয় এবং অপরজন দৌড়ে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে ০৫টি পাটের বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে ০৫টি পাটের বস্তার ভিতর স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ১। ধনেশ্বর জরা (২৩), পিতা- কার্তিক জরা, সাং-আমু চা বাগান, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

আটককৃত ব্যাক্তি কে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং তার সহযোগীসহ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক ব্যক্তিসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা ঘিরে ইউক্রেন, ইউরোপ ও...

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত ও ৮৭ জন আহত।

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন করে চালানো একাধিক বিমান...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img