হাঙ্গেরিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পিত বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
ওয়াশিংটনে ট্রাম্প বলেন, তিনি “অর্থহীন বা সময়ের অপচয়” হতে পারে এমন বৈঠক চান না। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপ “গঠনমূলক হলেও অস্পষ্ট” ছিল বলে দুই পক্ষ জানিয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকের আগে “গুরুত্বপূর্ণ প্রস্তুতি” প্রয়োজন। তবে রুশ বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক মাধ্যমে জানান, বৈঠকের প্রস্তুতি অব্যাহত আছে এবং এটি বাতিল করা হয়নি।
ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেন।
উল্লেখ্য, ট্রাম্প ও পুতিন সর্বশেষ আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সাক্ষাৎ করেছিলেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।



