যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা টিম অ্যান্ড্রুজের (৬৭) শরীর থেকে শূকরের কিডনি ২৭১ দিন পর অপসারণ করা হয়েছে। এটি প্রাণী থেকে মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপনের (জেনোট্রান্সপ্লান্টেশন) ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি সফল উদাহরণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অ্যান্ড্রুজ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহ্যাম হাসপাতালে এই কিডনি প্রতিস্থাপন করান। তবে ২৩ অক্টোবর কিডনিটির কার্যক্ষমতা কমে যাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে এটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি পুনরায় ডায়ালাইসিস চিকিৎসায় ফিরে গেছেন এবং মানব কিডনি প্রতিস্থাপনের অপেক্ষমান তালিকায় রয়েছেন।
১৯৯০-এর দশক থেকে ডায়াবেটিসে ভোগা অ্যান্ড্রুজ প্রায় তিন বছর আগে জানতে পারেন যে তার কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে। ডায়ালাইসিস তার জীবন রক্ষা করলেও তা ছিল অত্যন্ত কষ্টকর। তাই তিনি পরীক্ষামূলকভাবে শূকরের কিডনি প্রতিস্থাপনের ঝুঁকি নেন, যাতে ভবিষ্যতে অন্য রোগীরাও উপকৃত হতে পারেন।
এটি ছিল যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে প্রতিস্থাপিত চতুর্থ শূকরের কিডনি। এর আগে ২০২৪ সালে রিচার্ড স্লেম্যান, লিসা পিসানো ও টোয়ানা লুনি নামের তিনজন এই পরীক্ষামূলক প্রতিস্থাপন পান, তবে তাদের কিডনি দীর্ঘস্থায়ী হয়নি। অ্যান্ড্রুজের ক্ষেত্রে এটি ২৭১ দিন কার্যকর ছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ম্যাস জেনারেল ব্রিগহ্যাম জানিয়েছে, অ্যান্ড্রুজ ছিলেন “একজন নিঃস্বার্থ চিকিৎসা অগ্রদূত”, যিনি জেনোট্রান্সপ্লান্টেশনের ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রতিষ্ঠানটি এ বছর আরও একটি শূকরের কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা করছে।
এদিকে বায়োটেক কোম্পানি eGenesis এবং United Therapeutics শূকরের কিডনি প্রতিস্থাপনের পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার প্রস্তুতি নিচ্ছে। চীনের চিকিৎসকরাও এই গবেষণায় যুক্ত রয়েছেন এবং সেখানেও সম্প্রতি শূকরের কিডনি ও লিভার প্রতিস্থাপনের পরীক্ষা চালানো হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, টিম অ্যান্ড্রুজের অভিজ্ঞতা ভবিষ্যতে প্রাণী অঙ্গ প্রতিস্থাপনকে মানব চিকিৎসায় ব্যবহারযোগ্য করে তোলার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।



