পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ জন নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ।
পাকিস্তান শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে কাবুল। এতে দুই দিনের যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে, যা সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর কার্যকর হয়েছিল।
তালেবান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙেছে, আফগানিস্তান জবাব দেবে।” স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে দুই শিশু ও আটজন স্থানীয় ক্রিকেটার রয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাবুলকে ভারতের “প্রক্সি” আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘের আফগান সহায়তা মিশন (UNAMA) জানায়, সাম্প্রতিক সীমান্ত সংঘাতে আফগানিস্তানে ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন এবং সংস্থাটি দুই দেশকে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছে।



