এনভিডিয়া (Nvidia) যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা ইন্টেলে (Intel) ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া ইন্টেলের অন্যতম বড় শেয়ারহোল্ডারে পরিণত হবে এবং প্রায় ৪ শতাংশ মালিকানা অর্জন করবে। কোম্পানিটি জানিয়েছে, তারা প্রতি শেয়ার ২৩.২৮ ডলারে ইন্টেলের শেয়ার কিনবে, যা আগের দিন বাজারে বন্ধ হওয়া মূল্যের চেয়ে কম হলেও যুক্তরাষ্ট্র সরকারের কেনা মূল্যের চেয়ে বেশি। ওয়াশিংটন ১০ শতাংশ শেয়ার কিনতে গিয়ে প্রতি শেয়ার ২০.৪৭ ডলার পরিশোধ করেছিল।
চুক্তির আওতায় এনভিডিয়া ও ইন্টেল যৌথভাবে পার্সোনাল কম্পিউটার ও ডেটা সেন্টারের জন্য নতুন চিপ তৈরি করবে। এর ফলে তাইওয়ানের টি এস এম সি (TSMC), যারা বর্তমানে এনভিডিয়ার প্রধান প্রসেসর তৈরি করে, তাদের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে ইন্টেলের প্রতিদ্বন্দ্বী এএমডিও বাজারে চাপের মুখে পড়তে পারে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিনিয়োগে ইন্টেলের ফাউন্ড্রি বা চিপ উৎপাদন ব্যবসার সাথে এনভিডিয়ার কোনো সরাসরি সম্পৃক্ততা থাকবে না। বিশ্লেষকদের মতে, ইন্টেলের ফাউন্ড্রি টিকিয়ে রাখতে হলে ভবিষ্যতে এনভিডিয়া, অ্যাপল, কোয়ালকম কিংবা ব্রডকমের মতো বড় গ্রাহক নিশ্চিত করতে হবে।
ইন্টেল, যাকে একসময় সিলিকন ভ্যালির প্রতীক বলা হতো, দীর্ঘদিন ধরেই পুনরুদ্ধারের চেষ্টা করছিল। চলতি বছরের মার্চে নতুন সিইও লিপ-বু তান দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানকে দক্ষভাবে পরিচালনা ও চাহিদা অনুযায়ী উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এনভিডিয়ার এই বিনিয়োগকে তাই ইন্টেলের জন্য নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।