গুরুতর সংঘাতবিধ্বস্ত পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (DR Congo) ও রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী শনিবার কাতারে একটি নতুন শান্তি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি গত কয়েক মাসের সরাসরি আলোচনার পর সর্বশেষ অগ্রগতি।
দোহায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদির প্রতিনিধি সুম্বু সিতা মাম্বু এবং এম২৩ প্রতিনিধি বেঞ্জামিন এমবোনিম্পা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নসহ কাতার মধ্যস্থতাকারী হিসেবে এই প্রক্রিয়ায় যুক্ত ছিল।
নতুন “দোহা ফ্রেমওয়ার্ক ফর কমপ্রিহেনসিভ পিস অ্যাগ্রিমেন্ট”-এ আটটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মাসাদ বোলুস জানান, প্রথম দুইটি প্রটোকল (যুদ্ধবন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নজরদারি) ধীরগতিতে বাস্তবায়ন হলেও, বাকি ছয়টির বিষয়েও কাজ চলছে।
২০২১ সালের শেষ দিকে অস্ত্র তুলে নেওয়ার পর থেকে এম২৩ বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর গণহত্যা ও উদ্বাস্তু সংকটে ইন্ধন যোগায়। বছরের শুরুতে তারা গোমা ও বুকাভু শহর দখল করে, ফলে হাজারো মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।
এ বছরের জুলাইয়ে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। নতুন এই চুক্তি শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হলেও, বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ।



