থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পুনরায় সীমান্ত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, যেখানে উভয় দেশই একে অপরকে জুলাইয়ের যুদ্ধের পর করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।
সোমবার ভোরে কম্বোডিয়ার গোলাগুলিতে এক থাই সেনা নিহত ও চারজন আহত হওয়ার পর থাই সামরিক বাহিনী তাদের পূর্ব প্রদেশ উবন রাচাথানিতে বিমান হামলা চালায় বলে জানায়।
কম্বোডিয়া দাবি করেছে—থাই বাহিনীই প্রথমে ভোর ৫টায় আক্রমণ শুরু করে এবং কম্বোডিয়ান সেনারা কোনো পাল্টা হামলা চালায়নি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন থাই বাহিনীর “প্ররোচনামূলক আচরণ” থেকে বিরত থাকতে সেনাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
জুলাইয়ে পাঁচ দিনের লড়াইয়ে অন্তত ৪৮ জন নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক শান্তি চুক্তি হয়েছিল।
সীমান্তে নতুন করে গোলাগুলির কারণে থাইল্যান্ডে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার ওদ্দার মিনচে প্রদেশ থেকেও মানুষ ঘরছাড়া হচ্ছে, পাশাপাশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
উভয় দেশই শতাব্দীর বেশি সময় ধরে ৮১৭ কিলোমিটার সীমান্তের বিভিন্ন অনির্ধারিত এলাকায় সার্বভৌমত্ব দাবি করে আসছে, যা মাঝে মধ্যেই সংঘর্ষে রূপ নেয়।



