আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ক্রু–১১ মিশনের নভোচারীদের নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নাসা। এক নভোচারীর স্বাস্থ্যগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা। তবে নাসা বলছে, এটি কোনো জরুরি উদ্ধার অভিযান নয়; সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই মিশনের মেয়াদ কমানো হচ্ছে।
ক্রু–১১ দলের সদস্যরা গত বছরের আগস্ট থেকে আইএসএসে অবস্থান করছেন। তাদের আগামী মে মাসে পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তারা আগামী কয়েক দিনের মধ্যেই ফিরবেন। নাসার পক্ষ থেকে সংশ্লিষ্ট নভোচারীর নাম প্রকাশ করা হয়নি, চিকিৎসাগত গোপনীয়তার কারণে।
নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা ড. জেমস পোল্ক বলেন, “নভোচারীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এটি কোনো জরুরি সরিয়ে নেওয়ার ঘটনা নয়, তবে আমরা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”
এর কয়েক ঘণ্টা আগে নাসা একটি নির্ধারিত স্পেসওয়াক বাতিল করে। আইএসএসের কমান্ডার মাইক ফিঙ্কে ও ফ্লাইট ইঞ্জিনিয়ার জেনা কার্ডম্যানের নেতৃত্বে ৬.৫ ঘণ্টার ওই স্পেসওয়াকটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে স্টেশনের বাইরে নতুন হার্ডওয়্যার স্থাপনের পরিকল্পনা ছিল।
নাসার এক মুখপাত্র জানান, নিরাপত্তাই তাদের “সর্বোচ্চ অগ্রাধিকার” এবং পরিস্থিতি বিবেচনায় সব বিকল্প পর্যালোচনা করা হচ্ছিল, যার মধ্যে মিশনের আগাম সমাপ্তির বিষয়টিও ছিল।
চার সদস্যের ক্রু–১১ দলে রয়েছেন নাসার নভোচারী মাইক ফিঙ্কে ও জেনা কার্ডম্যান, জাপানের জ্যাক্সা সংস্থার নভোচারী কিমিয়া ইউই এবং রাশিয়ার রসকসমসের কসমোনট ওলেগ প্লাতোনভ। তারা আইএসএসে বিভিন্ন বৈজ্ঞানিক ও চিকিৎসা পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, যার মধ্যে ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানে নভোচারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণাও রয়েছে। নাসা জানিয়েছে, এসব পরীক্ষার সঙ্গে বর্তমান চিকিৎসাজনিত সমস্যার কোনো যোগসূত্রের ইঙ্গিত নেই।
উল্লেখ্য, আইএসএসে টানা ২৫ বছরেরও বেশি সময় ধরে মানুষের উপস্থিতি বজায় রয়েছে। সাধারণত মিশনের মেয়াদ ছয় থেকে আট মাস হলেও কখনো কখনো পরিস্থিতির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়। ক্রু–১১কে আগেভাগে ফিরিয়ে আনতে হলে নাসাকে তাদের বিকল্প ক্রু পাঠানোর বিষয়েও সমন্বয় করতে হবে।



