নাসা (NASA) জানিয়েছে, মঙ্গল গ্রহকে এক দশকেরও বেশি সময় ধরে প্রদক্ষিণ করে আসা তাদের গুরুত্বপূর্ণ মহাকাশযান MAVEN (Mars Atmosphere and Volatile EvolutioN)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত সপ্তাহান্তে হঠাৎ করেই মহাকাশযানটি পৃথিবীর গ্রাউন্ড স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
নাসার তথ্য অনুযায়ী, মঙ্গল গ্রহের আড়ালে যাওয়ার আগে MAVEN-এর সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে গ্রহটির কক্ষপথ ঘুরে পুনরায় দৃশ্যমান হওয়ার পর আর কোনো সংকেত পাওয়া যায়নি। নাসা জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রকৌশলগত তদন্ত চলছে এবং যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
২০১৩ সালে উৎক্ষেপণ করা MAVEN ২০১৪ সালে মঙ্গল গ্রহে পৌঁছে তার উপরের বায়ুমণ্ডল এবং সূর্য থেকে আসা সৌর বায়ুর সঙ্গে এর পারস্পরিক প্রভাব নিয়ে গবেষণা শুরু করে। এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন, দীর্ঘ সময় ধরে সূর্যের প্রভাবে মঙ্গল গ্রহ তার অধিকাংশ বায়ুমণ্ডল হারিয়েছে, যার ফলে একসময় উষ্ণ ও জলসমৃদ্ধ গ্রহটি আজ শীতল ও শুষ্ক হয়ে উঠেছে।
গবেষণার পাশাপাশি MAVEN নাসার দুইটি মঙ্গল রোভার—কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স—এর জন্য যোগাযোগ রিলে হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
নাসা জানিয়েছে, মঙ্গল গ্রহের কক্ষপথে এখনো তাদের আরও দুটি সক্রিয় মহাকাশযান রয়েছে—Mars Reconnaissance Orbiter (উৎক্ষেপণ ২০০৫) এবং Mars Odyssey (উৎক্ষেপণ ২০০১)। MAVEN-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এসব মিশন স্বাভাবিকভাবে কাজ করছে।
নাসা কর্তৃপক্ষ বলেছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।



