রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মস্কোতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ওই কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মস্কোতে নিযুক্ত যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড্যানি ডোলাকিয়াকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমন তথ্য এসেছে, যা অনুযায়ী ওই ব্রিটিশ দূতাবাস কর্মী ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ওই ব্যক্তির কূটনৈতিক স্বীকৃতি বাতিল করা হয়েছে। তাকে দুই সপ্তাহের মধ্যে রাশিয়ান ফেডারেশন ত্যাগ করতে হবে।
রাশিয়া জানিয়েছে, তাদের ভূখণ্ডে ‘অঘোষিত’ ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে মস্কোর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া বিবৃতিতে সতর্ক করে বলা হয়, লন্ডন যদি পরিস্থিতি আরও উত্তপ্ত করে, তাহলে রাশিয়া তার জবাব দেবে।
এই ঘটনাকে ঘিরে রাশিয়া-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।



