ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “নো কিংস” (No Kings) নামে এই বিক্ষোভে আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, সরকার দ্রুত স্বৈরাচারী পথে অগ্রসর হচ্ছে।
নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত সব ৫০টি অঙ্গরাজ্যে একইসঙ্গে এই বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ মার্কিন কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন— “This is what democracy looks like!” ও “Donald Trump has got to go!”। অনেকেই উল্টো করে আমেরিকার পতাকা উড়ান, যা সংকটের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
বিক্ষোভকারীদের হাতে নানা রঙিন ব্যানার-পোস্টারে লেখা ছিল— “Protect Democracy”, “Fight Ignorance not migrants” এবং “Abolish ICE” (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাতিল করো)। ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন তারা।
অন্যদিকে রিপাবলিকান নেতারা এই বিক্ষোভকে “Hate America Rally” বলে অভিহিত করে সমালোচনা করেন। হাউস স্পিকার মাইক জনসন বলেন, “এটা চরমপন্থী বামপন্থীদের মিলনমেলা।”
ট্রাম্প নিজে সামাজিক মাধ্যম Truth Social-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে রাজা হিসেবে দেখানো হয়েছে— মাথায় মুকুট, হাতে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, এবং বিক্ষোভকারীদের ওপর “বর্জ্য” ফেলতে দেখা যায়।



