সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Wednesday, October 8, 2025

ব্রেকিং নিউজ

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী:

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৯ অক্টোবর ‘বিশ্ব ডাক দিবস’ উপলক্ষ্যে এক বাণী প্রদান করেছেন:

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন,“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডাক দিবস’ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগকে আমি অভিনন্দন জানাই।

প্রফেসর ড. ইউনুস বলেন, ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করা প্রয়োজন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলস্রোতে অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে বলে আমি আশা করি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে সেখানে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক পরিষেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও বিপণন, এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়ের মতো বহুমুখী সুবিধা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন বিবৃতিতে।

তিনি আরও বলেন, এই পরিবর্তনের যাত্রায় আমি ডাক বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও সমগ্র দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।
আমি বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ বনাম হংকং: গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল।

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ...

জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের আদেশ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ক্যান্সারে আক্রান্ত এক নারীর...

ইসরায়েল কর্তৃক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযান আটক।

ইসরায়েলি সেনাবাহিনী গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর একাধিক নৌযান...

গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চায় হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img