ইসরায়েলের জেরুজালেমে বৃহস্পতিবার হাজারো অতি অর্থডক্স (হারেদি) ইহুদি পুরুষ সামরিক নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছে। তারা স্লোগান দেন, “জেলে যাব, কিন্তু সেনায় নয়।”
সরকার হারেদিদের জন্য দীর্ঘদিনের সেনা অব্যাহতি বাতিল করতে চাইছে, যা ১৯৪৮ সাল থেকে চালু ছিল। বর্তমানে প্রায় ১৩ লাখ অতি অর্থডক্স ইহুদি দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ। ধর্মীয় শিক্ষা তাদের মূল কর্তব্য দাবি করে হারেদিরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে।
বিক্ষোভে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়, একজন কিশোরের মৃত্যু হয়। সেনাবাহিনী জানায়, ৮০ হাজার হারেদি তরুণকে সেনাবাহিনীতে যোগ দিতে ডাকা হলেও মাত্র ৩ হাজার জন সাড়া দিয়েছেন।

এই ইস্যু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের স্থিতি নড়বড়ে করে তুলেছে। বিশ্লেষকদের মতে, সেনা নিয়োগ বিতর্ক ইসরায়েলে আগাম নির্বাচনের পথ খুলে দিতে পারে।
২০২৪ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট হারেদিদের জন্য সামরিক অব্যাহতি বাতিল ঘোষণা করে। কিন্তু আদালতের সিদ্ধান্তের পরও প্রায় কেউই সেনায় যোগ দেয়নি।
বিক্ষোভকারীদের এই “মার্চ অব দ্য মিলিয়ন” শুধু সরকারের জন্য নয়, ইসরায়েলি সমাজের গভীর বিভাজনের প্রতিফলন হয়ে উঠেছে।



