ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, একটি “স্বাধীন ভেনেজুয়েলা” গড়ে উঠলে দেশটি উত্তর ও দক্ষিণ আমেরিকার জ্বালানি কেন্দ্র (energy hub) হয়ে উঠবে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মাচাদো বলেন, বিশ্বের বৃহত্তম তেল মজুত থাকা ভেনেজুয়েলাকে নতুন করে গড়ে তোলা হবে এবং দেশটিতে থাকা “অপরাধী কাঠামো” ভেঙে দেওয়া হবে। তিনি দ্রুত দেশে ফেরার কথাও জানান।
এদিকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারসহ একাধিক অভিযোগে নিউইয়র্কের আদালতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত তাঁকে ও তাঁর স্ত্রীকে কারাগারে রাখার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছে।
মাদুরো গ্রেপ্তারের পর তাঁর সমর্থনে কারাকাসে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। একই সময়ে তাঁর সাবেক উপ-প্রধানমন্ত্রী ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়, যাকে মাচাদো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় সম্ভাব্য অস্থিতিশীলতা ও সাম্প্রতিক অভিযানের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।



