ইরাকের ইয়াজিদি জনগোষ্ঠী তাদের অতীত ইতিহাসের এক মূল্যবান অংশ পুনরায় আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে সংরক্ষিত পুরনো ছবির মাধ্যমে।
১৯৩০-এর দশকে উত্তর ইরাকে প্রত্নতাত্ত্বিক খননের সময় তোলা এসব সাদা-কালো ছবি সম্প্রতি গবেষকরা খুঁজে পান। ছবিগুলোর মধ্যে ইয়াজিদি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও ধর্মীয় স্থাপনার দৃশ্য রয়েছে—যেগুলোর অনেকটাই ইসলামিক স্টেট (আইএস) হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল।
পেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মার্ক মারিন ওয়েব ২০২২ সালে এসব ছবি শনাক্ত করেন এবং প্রায় ৩০০টি ছবি সংগ্রহ করে ইয়াজিদিদের একটি দৃশ্যমান আর্কাইভ তৈরি করেন।
এই আর্কাইভ এখন ইয়াজিদি সম্প্রদায়ের জন্য এক “সাংস্কৃতিক স্মৃতি ভাণ্ডার” হিসেবে কাজ করছে। স্থানীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে ছবিগুলো দেখানো হচ্ছে, যা তাদের হারানো ঐতিহ্যকে নতুন জীবন দিচ্ছে।