জাপানের পার্লামেন্ট অতি রক্ষণশীল সানায়ে তাকাইচিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী তাকাইচি মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে ৪৬৫টির মধ্যে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-এর শেষ মুহূর্তের জোটের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত হয়। তবে সরকার এখনো দুই আসনে সংখ্যাগরিষ্ঠতার ঘাটতিতে রয়েছে, যা রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করেছে।
তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হয়েছেন, তিন মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে। নারীর অগ্রগতিতে অনাগ্রহী এই নেত্রী রাজতন্ত্রে পুরুষ উত্তরাধিকার সমর্থন করেন এবং সমলিঙ্গ বিবাহ ও পৃথক পদবি ব্যবস্থার বিরোধী।
তার নেতৃত্বে জাপান আরও রক্ষণশীল নীতির দিকে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও কূটনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি, যিনি মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।



