জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অফিসের কাজে সহকর্মীদের রাত ৩টায় মিটিং ডাকার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। মাত্র এক মাস আগে ক্ষমতায় আসা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি, যিনি বলেছিলেন যে তিনি “ওয়ার্ক-লাইফ ব্যালান্স” কথাটি বাদ দিয়ে “ঘোড়ার মতো কাজ” করতে চান।
সম্প্রতি সংসদে তিনি জানিয়েছেন, তিনি প্রতিদিন মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। সমালোচনার ঝড় ওঠে যখন তার “রাত ৩টার স্টাডি সেশন”—অর্থাৎ সংসদীয় বাজেট আলোচনার ঠিক আগেই রাত ৩টায় সহকারীদের ডাকা মিটিং—সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।
জাপান দীর্ঘদিন ধরেই অতিরিক্ত কাজের সংস্কৃতি ও ‘কারোশি’ বা অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর সমস্যায় ভুগছে। তাই প্রধানমন্ত্রী তাকাইচির এই ধরনের কাজকর্ম দেশটির ওভারওয়ার্ক সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়োশিহিকো নোদা এ ঘটনাকে “পাগলামি” বলে উল্লেখ করেছেন এবং বলেন, “তিনি নিজে যত খুশি কাজ করতে পারেন, কিন্তু অন্যদেরকে এতে জড়ানো ঠিক নয়।”
এদিকে, তাকাইচি সরকারের সময় অতিরিক্ত ওভারটাইমের সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে, যা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, সম্ভাব্য যে কোনো পরিবর্তনেই শ্রমিকদের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।



