গাজাগামী গ্লোবাল সামুদ ফ্লোটিলার পর ইসরায়েলে আটক অবস্থায় ইসলাম গ্রহণ ইতালীয় কর্মীর।
গাজাগামী গ্লোবাল সামুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন ইতালীয় মানবাধিকার কর্মী তোমাসো বোর্তোলাজ্জি (Tommaso Bortolazzi) ইসরায়েলি কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি ইসলামে দীক্ষিত হন।
ইসলাম গ্রহণের পর বোর্তোলাজ্জি বলেন, তিনি যেন “নতুন করে জন্ম নিয়েছেন” এবং অন্তরে এক গভীর শান্তি অনুভব করেন।
বন্দিদশার সময়টিকে তিনি “ভয়ংকর ও কঠিন” বলে বর্ণনা করেছেন। তবে তার এক তুর্কি সহবন্দি তাকে আশ্বস্ত করেন, “তোমার বাহ্যিক চেহারা নয়, তোমার বিশ্বাসই আসল।” বোর্তোলাজ্জি তখন জানতে চেয়েছিলেন, তার শরীরের ট্যাটু থাকা সত্ত্বেও আল্লাহ কি তাকে গ্রহণ করবেন কিনা।
এক সহ-অভিযানকারী জানান, বোর্তোলাজ্জি ইসলাম গ্রহণের অল্প পরেই তাকে একাকী সেলে সরিয়ে নেওয়া হয়।