ইসরায়েলি হামলায় গাজায় আরও ২০ নিহত, ট্রাম্পের নির্দেশের পরও থামেনি বোমাবর্ষণ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার ভোর থেকে বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
এই ঘটনাটি ঘটলো এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রকাশ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে হামাস ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার আংশিক গ্রহণযোগ্যতা প্রকাশ করেছিল। ওই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং একটি নিরপেক্ষ প্রশাসনের হাতে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, বাজার ও শরণার্থী শিবির লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।
আন্তর্জাতিক মহল গাজায় নতুন করে বেড়ে ওঠা সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।