আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, জুনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত না হওয়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্বাভাবিক পরিদর্শন আবার শুরু হয়েছে।
বুধবার সংস্থাটির বোর্ড অব গভর্নর্স বৈঠকের পর এক্স-এ দেওয়া পোস্টে গ্রোসি বলেন, “আমাদের পরিদর্শকরা ইরানে ফিরেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনাগুলোতে পরিদর্শন সম্পন্ন হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদারকি পুনরায় চালু করতে আরও সহযোগিতা প্রয়োজন।”
গ্রোসি আরও জানান, তিনি তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং কম সমৃদ্ধ ও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জুন মাসে হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করেছিল। ইরানি পার্লামেন্ট পরবর্তীতে সংস্থার পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে। তেহরান অভিযোগ করে যে সংস্থাটি ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলার নিন্দা না করে উল্টো ইরানকেই অঙ্গীকার লঙ্ঘনের অভিযোগে দায়ী করছিল।
যদিও সেপ্টেম্বরে কায়রোয় গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি পরিদর্শন কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছান, ইউরোপীয় পক্ষগুলো ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করায় তেহরান ওই চুক্তিকে বাতিল ঘোষণা করে।
তবে পরবর্তীতে ইরান জানায়, তারা আবারও কিছু স্থাপনায় সংস্থাটির পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা এনপিটিতে সদস্য থাকাকালীন আমাদের দায়বদ্ধতা পালন করব।”



