ইরানে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর: ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগ
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, শনিবার সকালে ছয় জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা “বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী উপাদান” এবং ইসরায়েলের সঙ্গে যোগসাজশে জড়িত।
আইআরএনএর খবরে বলা হয়, এই ছয় জন ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক সশস্ত্র অভিযান ও বিস্ফোরণের সাথে জড়িত ছিলেন। তারা নাকি স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বোমা তৈরি ও স্থাপন, খোররামশাহরে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ, ব্যাংকে সশস্ত্র হামলা, একটি সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ, মসজিদে গুলি চালানো
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা চলমান ছিল এবং আদালতের রায় অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই ঘটনাটি ইরানে নিরাপত্তা জোরদার ও বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় সরকারের কড়া অবস্থানের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।