গাজা যুদ্ধ অবসানে শারম আল-শেখে আন্তর্জাতিক সম্মেলন সোমবার।
মিশরের শারম আল-শেখে আগামী সোমবার গাজা যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এই বৈঠকের যৌথ সভাপতিত্ব করবেন।
মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০টিরও বেশি দেশের নেতা এই সম্মেলনে অংশ নেবেন। এর লক্ষ্য হলো “গাজা উপত্যকার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠন।”
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের এমানুয়েল মাখোঁ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছেন। দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজা মারাত্মক দুর্ভিক্ষ ও ধ্বংসের মুখে পড়েছে।
গাজায় উদ্ধার ও ত্রাণকাজ চলছে সীমিত সম্পদে, কারণ ইসরায়েলের অবরোধ এখনও বহাল। এদিকে, ২০ জন ইসরায়েলি বন্দি ও ২৮ জনের মৃতদেহ ফেরত দেওয়া এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি চুক্তির অংশ হিসেবে সোমবার সম্পন্ন হওয়ার কথা।



