ফাইনাল মঞ্চে দুই দলের মুখোমুখি হওয়ার এই ইতিহাস প্রথম হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের লড়াইয়ের পুরনো পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে।
বিভাগ | ম্যাচ সংখ্যা | ভারত জয়ী | পাকিস্তান জয়ী | টাই/ফলাফলহীন |
টি-টোয়েন্টি আন্তর্জাতিক | ১৫ | ১১ | ৩ | ১ |
যদিও ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের উপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছে, তবে ফাইনালের মঞ্চে ভিন্ন চাপ কাজ করে, যেখানে পাকিস্তানের রয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারানোর ইতিহাস।
অপেক্ষা এখন শুধুই সময়ের। দুবাইয়ের ঝলমলে আলোয় কোন দল এশিয়ার সেরা টি-টোয়েন্টি দলের মুকুট পরবে, সেদিকেই তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব।